বিএনপি নেতা বলেন, "অনেকে ব্রিগেডিয়ার শাখওয়াতকে অনেকে গালাগাল করছেন কারণ উনি শেখ হাসিনাকে বলেছেন ওখানে (ভারতে) বসে বলবেন না, দেশে এসে কথ...
বিএনপি নেতা বলেন, "অনেকে ব্রিগেডিয়ার শাখওয়াতকে অনেকে গালাগাল করছেন কারণ উনি শেখ হাসিনাকে বলেছেন ওখানে (ভারতে) বসে বলবেন না, দেশে এসে কথা বলুন। সকলের ধারণা , এ বিএনপির শত্রু। এখন ভারতের কথা মতো শেখ হাসিনাকে আবার গদিতে বসাতে চাইছেন। এটা খুব ভুল ধারণা।"
বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের গঠন এবং তা নিয়ে আলোচনা কতটা জরুরি, এই নিয়েই বাংলাদেশি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বিএনপি নেতা রনি। এক সময়ে তিনি আওয়ামী লিগ করতেন, ২০১৮ সালে যোগ দেন বিএনপি-তে।
তিনি বলেন, “সরকার নিয়ে আলোচনা করতে গেলে এই সরকারই বিপদে পড়বে। আওয়ামী লিগ ও বিএনপি-র মধ্যে যে ঝামেলা চলছে, তা নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতায় এসেছিলেন, সে দেশে সংঘর্ষ আরও হাজার গুণ বেশি ছিল। নেলসন ম্য়ান্ডেলা তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন কথা না শোনায়। ম্যান্ডেলা চাননি দলের নেতারা সন্ত্রাস করুক। নেলসন ম্যান্ডেলার জীবনী পড়লে স্ত্রী উইনির সঙ্গে তাঁর প্রেমের দুর্দান্ত কাহিনি জানতে পারবেন। কিন্তু দেশপ্রেমের জন্য নিজের প্রেমকে বিসর্জন দিয়েছিলেন। এটাই রাষ্ট্রনেতার চরিত্র।”
রনি আরও বলেন, “অনেকে ব্রিগেডিয়ার শাখওয়াতকে অনেকে গালাগাল করছেন কারণ উনি শেখ হাসিনাকে বলেছেন ওখানে (ভারতে) বসে বলবেন না, দেশে এসে কথা বলুন। সকলের ধারণা , এ বিএনপির শত্রু। এখন ভারতের কথা মতো শেখ হাসিনাকে আবার গদিতে বসাতে চাইছেন। এটা খুব ভুল ধারণা। অর্ধেক কথা বা কথা বিকৃত করায় সমস্য়া। আমি মনে করি, সরকার যত কম মিডিয়ায় আসবে, তত ভাল। অনেকের পতন হয়েছে শেখ হাসিনা সম্পর্কে কথা বলতে গিয়ে। কথা কম, কাজ বেশি।”
আওয়ামী লিগের পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রাক্তন সাংসদ বলেন, আওয়ামী লিগের দোষ হল বিগত ১৫ বছর ধরে সর্বশক্তি দিয়ে বিএনপি ও জামাত-কে নির্মূল করার চেষ্টা করেছে। সেনাকেও ব্যবহার করেছে। সবাই চেষ্টা করেও বিএনপি-কে শেষ করতে পারেনি। এই নতুন সরকার ১৭ জনকে নিয়ে তৈরি, যাদের কোনও রাজনৈতিক পরিচয় নেই। রাজাকার যাদের বলেছেন, তাদের পাকিস্তান চলে যেতে বলা হয়েছে। ১২ কোটি রাজাকারের চলে যাওয়া সম্ভব?
তিনি বাঙালিদের স্বভাবকে কটাক্ষ করেই বলেন, “বাংলাদেশের মানুষের পেটে যা গুড়ো কৃমি রয়েছে, তা বিশ্বের কারোর পেটে নেই। আমাদের খাবারের অভ্যাসের কারণেই পাইলসের সমস্যা। বাংলাদেশের পাইলসের চিকিৎসকরা সবথেকে ধনী। সারাক্ষণ পশ্চাৎদেশ চুলকাচ্ছে। বাংলাদেশের অবস্থা একই। অনেকে চুলকাচ্ছে, কিছুতেই স্থির থাকতে পারছে না।”
সূত্র TV9Bangla
COMMENTS