পৃথিবীর কোথাও ফুটবলার, ক্রিকেটার ও হকি খেলোয়াড়দের কল্যাণে গঠিত কল্যাণ পরিষদ সংশ্লিষ্ট ফেডারেশনের লোক দিয়ে পরিচালিত হয় না। খেলোয়াড় কল্যাণ পর...
পৃথিবীর কোথাও ফুটবলার, ক্রিকেটার ও হকি খেলোয়াড়দের কল্যাণে গঠিত কল্যাণ পরিষদ সংশ্লিষ্ট ফেডারেশনের লোক দিয়ে পরিচালিত হয় না।
খেলোয়াড় কল্যাণ পরিষদ হচ্ছে খেলোয়াড়দের মঙ্গল, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে গঠিত একটি সংগঠন যা খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণেই কাজ করবে। সংশ্লিষ্ট ফেডারেশনের ইচ্ছা বা নির্দেশ অনুযায়ী চলবে না।
বাংলাদেশে কি সে প্রচলিত নিয়ম, নীতি, রীতি ও ধারা বিদ্যমান? ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে ক্রিকেটারদের যে সংগঠন আছে, তা কি নিরপেক্ষ? নাম শুনে কোনোভাবেই মনে হয় না, এটি বিসিবির অধীন কোনো সংগঠন।
কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণে গড়া ‘কোয়াবের’ সভাপতি নাইমুর রহমান দুর্জয় বিসিবির অন্যতম নীতি নির্ধারক ও বোর্ড পরিচালক।
দেশের ক্রিকেটারদের মঙ্গল, কল্যাণে গঠিত এ সংগঠনকে কি পৃথক ও স্বাধীন-নিরপেক্ষ সংগঠন বলা যায়?
এ প্রশ্ন অনেকের মনেই। এ নিয়ে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ‘ফিকার’ নির্দেশনা কী?
কোয়াবের আমন্ত্রণে আজই ঢাকা এসেছেন ফিকার প্রেসিডেন্ট লিসা স্টালেকার। অস্ট্রেলিয়ার হয়ে ১২৫টি ওয়ানডে খেলা এ নারী সাবেক অসি অধিনায়ক মঙ্গলবার পড়ন্ত বিকেলে কোয়াব-এর কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।
‘ফিকার’ বাংলাদেশ সংস্করণ কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট ক্যাপ্টেন। তিনি বিসিবির নীতি-নির্ধারক ও অন্যতম শীর্ষ পরিচালক। তার নেতৃত্বে পরিচালিত কোয়াব কি তাহলে নিরপেক্ষ সংগঠন? বিসিবি পরিচালক দুর্জয় আর ম্যাচ রেফারি দেবব্রত পালের নেতৃত্বে কোয়াবের ব্যবস্থাপনা পর্ষদ কি ফিকার নিয়ম ও নীতি-রীতির পরিপন্থি?
এ নিয়ে ফিকার প্রেসিডেন্ট লিসা স্টারেকার এক পাঁচ-তারকা হোটেলে সাংবাদিকদের বলেন, সাধারনত ক্রিকেটারদের কল্যাণে গঠিত পরিষদটি পৃথক ও স্বাধীন সংগঠন হলে কার্যক্রম পরিচালনা ভালো ও সুষ্ঠু হয়। তবে এর ব্যতিক্রমও যে হতে পারে না, তা নয়।
ফিকার প্রধানের ব্যাখ্যা, আমরা দেখে আসছি বিভিন্ন দেশে ক্রিকেটারদের কল্যাণ পরিষদ ওই দেশের ক্রিকেট বোর্ডের বাইরে আরও একটি ভিন্ন ও স্বায়ত্তশাসিত সংগঠন। তবে সব ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য নয়। এর ব্যতিক্রমও থাকে। যেখানে যেটা প্রযোজ্য হয়, সেটাই আসল।
ফিকা প্রেসিডেন্ট লিসা যোগ করেন, আসলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যোগ্য ব্যক্তিকে সম্পৃক্ত করাই হচ্ছে সঠিক কাজ। তার স্বচ্ছতা, উন্মুক্ততা আর কাজ করার ইচ্ছা থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বলার অপেক্ষা রাখে না, প্রতিটি দেশের ক্রিকেটের অভিভাবক বোর্ডও অভিন্ন লক্ষ্যেই ক্রিকেটের উন্নয়নে কাজ করে থাকে।
তাই লিসার শেষ কথা, ক্রিকেট ওয়েলফেয়ারে সঠিক ও যোগ্য ব্যক্তির থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারনত আপনারা সবাই চাইবেন, কোয়াব হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ একটি সংগঠন। তবে সেটি সব সময় সম্ভব নাও হতে পারে।
তিনি বোঝানোর চেষ্টা করেন, যোগ্য ও দক্ষ ব্যক্তি বোর্ডের বাইরের কেউ না হয়ে বোর্ড কর্তাদের মধ্য থেকে হলেও কোনো সমস্যা নেই।
এআরবি/এমএইচআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/lMV4JnG
https://ift.tt/j5PXwfp
COMMENTS