ভয়ংকর সুন্দর। শুভমান গিলের ব্যাটিংকে এককথায় আসলে এমন কিছুই বলতে হবে। ফাইনালে ওঠার ম্যাচ, এমন বড় মঞ্চে দানবীয় এক সেঞ্চুরি হাঁকালেন গুজরাট টাই...
ভয়ংকর সুন্দর। শুভমান গিলের ব্যাটিংকে এককথায় আসলে এমন কিছুই বলতে হবে। ফাইনালে ওঠার ম্যাচ, এমন বড় মঞ্চে দানবীয় এক সেঞ্চুরি হাঁকালেন গুজরাট টাইটান্সের ওপেনার।
৬০ বলেই খেললেন ১২৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস। ৭ চার আর ১০ ছক্কার এই ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৩৩ রানের পাহাড় গড়েছে গুজরাট। অর্থাৎ ফাইনালে উঠতে হলে ২৩৪ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে।
আহমেদাবাদে টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হলো মুম্বাইয়ের। ঋদ্ধিমান সাহা ১৬ বলে ১৮ রানের বেশি এগোতে পারেননি।
এরপর সাই সুদর্শনকে নিয়ে মুম্বাই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন গিল। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১৩৮ রানের জুটি গড়েন তারা।
১৭তম ওভারের শেষ বলে আউট হন গিল। ৩১ বলে ৪৩ করে রিটায়ার্ড আউটে সাজঘরে ফেরেন সুদর্শন। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৩ বলে দুটি করে চার-ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে ২৩৩ পর্যন্ত নিয়ে গেছেন।
এমএমআর/
from jagonews24.com | rss Feed https://ift.tt/yVgTCf4
https://ift.tt/0YxrtiC
COMMENTS