রাজধানীতে হাইকোর্ট মোড় এলাকায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. কামরুল হাসান (৪৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকেল পাঁচটার...
রাজধানীতে হাইকোর্ট মোড় এলাকায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. কামরুল হাসান (৪৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) বিকেল পাঁচটার দিকে ঘটে এই ঘটনা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. কামরুল হাসানের সহকর্মী লিমন জানান, আমরা দুজন একটি লিফটের কোম্পানিতে কাজ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে লিফটের কাজ শেষে পায়ে হেঁটে হাইকোর্ট মোড় এলাকা দিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম। পথেই ঝড় ওঠে। হাইকোর্ট মোড় এলাকায় একটি গাছের ডাল ভেঙে কামরুল হাসানের মাথায় পড়ে। এতে কামরুল গুরুতর আহত হন।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হাতপাগলা গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কাজী আল আমীন/এমএইচআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/YS8fq5m
https://ift.tt/j5PXwfp
COMMENTS