রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফাঁস হওয়ার পর তাকে প্রত্যাহা...
রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফাঁস হওয়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের অর্থ লেনদেনের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রংপুর-ঢাকা মহাসড়কের ৬ লেন রাস্তার কাজে বালু দেওয়াকে কেন্দ্র করে এ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি গোপনে কেউ ধারণ করেন।
এ বিষয়ে ওসি জাকির হোসেন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। কেউ একজন তাকে ঘুস প্রদানের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে ফাঁসাতে ভিডিও প্রচার করা হয়েছে।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান সোমবার রাত সোয়া আটটায় মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত না করা পর্যন্ত কিছু বলা যাবে না।
জিতু কবীর/এমএইচআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/DY9vJXH
https://ift.tt/Ev6arSC
COMMENTS