নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় ডিসেন্ট পেস্টি শপকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ এপ্রিল) নিরাপদ খা...
নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় ডিসেন্ট পেস্টি শপকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ এপ্রিল) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উম্মে সালিক রুমাইয়া বলেন, বেকারিটির ভেতরের পরিবেশ নোংরা অবস্থায় পাওয়া যায়। ফ্রিজারে প্রচুর পরিমাণে লেভেলহীন খাদ্য মজুদ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা সংক্রান্ত কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ডিসেন্ট পেস্টি শপ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএইচ/এমআরএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/XQ1ZKY7
https://ift.tt/rpS95Rv
COMMENTS