রাজধানীর মিরপুর বড়বাগ বসতি আবাসিক এলাকায় ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে দুই চাঁদাবাজ। গ্রেফতার দুজন হলেন শাকিল আহমেদ ...
রাজধানীর মিরপুর বড়বাগ বসতি আবাসিক এলাকায় ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে দুই চাঁদাবাজ। গ্রেফতার দুজন হলেন শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।
তাদের মধ্যে শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি।
সোমবার (২৪ এপ্রিল) রাতে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, সোমবার (২৪ এপ্রিল) বিকেলে মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি এবং মো. আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।
আরও পড়ুন: আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় সালামি
তিনি আরও বলেন, তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয়। এতে অভিযোগ পাওয়ার পর মিরপুর থানা পুলিশের একটি দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।
আরএসএম/এমএইচআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/l8fHXkc
https://ift.tt/Ev6arSC
COMMENTS