রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া প...
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১১টা ২২ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।
আরও পড়ুন: নবাবপুরে গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।
আরও পড়ুন: জাগো নিউজের সংবাদ দেখিয়ে যা বললেন ফায়ারের ডিজি
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং র্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
টিটি/এমকেআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/hFRVsvt
https://ift.tt/Km8BDzx
COMMENTS