সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি...
সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।
তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে। এরপর জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেশ কয়েকটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: সুদানে বাংলাদেশ দূতের বাসভবন-দূতাবাসে গোলাগুলি
সেহেলি সাবরিন আরও বলেন, খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে। তাদের সহায়তার জন্য জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল সেখানে পৌঁছাবে।
‘আশা করা হচ্ছে সুদানে আটকে পড়া সব বাংলাদেশিকে ২ মে এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। ৩ মে বা ৪ মে তারা জেদ্দায় পৌঁছানোর সম্ভাবনা আছে। জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল তাদের জন্য জন্য খাবার, পানীয়, ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।’ যোগ করেন তিনি
আরও পড়ুন: কবে সুদান থেকে বাংলাদেশিদের ফেরানো হবে, জানালেন রাষ্ট্রদূত
from jagonews24.com | rss Feed https://ift.tt/7urWJdc
https://ift.tt/lYexm4H
COMMENTS