,

ThemesBazar.Com

মির্জা ফখরুলের মা আর নেই

Spread the love

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর বারডেম হাসপাতালে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে আজাদ মসজিদে বাদ আছর মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

শায়রুল আরো জানান, ফাতিমা আমিন ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তাকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ফাতিমা আমিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের শাশুড়িও। ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন।

Print Friendly, PDF & Email

ThemesBazar.Com

      আরো পড়ুন